ফিলিস্তিনে, বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত গাজায়, ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। আজ থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঝড় ‘বায়রন’ এর প্রভাবে ভারি বৃষ্টি, আকস্মিক বন্যা, প্রবল বাতাস ও শিলাবৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে প্যালেস্টাইনিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট।
এরই মধ্যে কর্মকর্তারা সতর্ক করেছেন যে লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনি মারাত্মক ঝুঁকিতে পড়তে পারেন, কারণ তারা যে আশ্রয়কেন্দ্রে আছেন তা দুর্বল, ভিড়াক্রান্ত এবং সামান্য ঝড়েই ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে।
গাজা সিটির মেয়র জানিয়েছেন, কয়েকটি সড়ক ইতোমধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বহু ত্রাণশিবিরে পানি ঢুকে টেন্টগুলো প্লাবিত হয়েছে—কিছু আশ্রয়শিবির সম্পূর্ণরূপে ডুবে গেছে।
এদিকে, দখলকৃত পশ্চিম তীরে গতরাত ও আজ সকালে ইসরায়েলি বাহিনীর পরপর অভিযানে অন্তত ১০০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় কমপক্ষে ৭০,৩৬৬ ফিলিস্তিনি নিহত এবং ১,৭১,০৬৪ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে সংঘটিত হামলায় ১,১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে আটক করা হয়।








Leave a Reply
You must be logged in to post a comment.