গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেও নতুন করে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৪ জন শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা সূত্র।
এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,
“ইসরায়েল প্রতিশোধমূলক হামলা চালিয়েছে, কারণ তাদের এক সৈন্য নিহত হয়েছে। কিন্তু কিছুই এই যুদ্ধবিরতিকে বিপন্ন করবে না।”
তিনি আরও যোগ করেন,
“হামাসকে এখন দায়িত্বশীল আচরণ করতে হবে।”
হামলাটি আসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে, যিনি দক্ষিণ গাজার রাফাহ এলাকায় গুলিবিনিময়ের পর ‘শক্তিশালী পাল্টা হামলার’ নির্দেশ দেন। ইসরায়েলি সেনাবাহিনী পরে নিশ্চিত করে যে, ওই সংঘর্ষে তাদের একজন সৈন্য নিহত হয়েছে।
গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫২৭ জনে, আর আহতের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৩৯৫ জনে।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে আটক করা হয়।
মানবাধিকার সংস্থাগুলোর মতে, যুদ্ধবিরতির মধ্যে এমন হামলা শান্তি প্রক্রিয়া ভঙ্গের আশঙ্কা তৈরি করছে এবং গাজার মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে।