1. arshinagargroup75@gmail.com : Rofiqul Islam : Rofiqul Islam
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৪, ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে মিশরে আলোচনা আজ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৮ Time View

ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাস আজ (সোমবার) মিশরে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে পরোক্ষ আলোচনা শুরু করতে যাচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনা উভয় পক্ষই নীতিগতভাবে মেনে নিয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

হামাস জানায়, সংগঠনটির প্রতিনিধি দল—যার নেতৃত্ব দিচ্ছেন খালিল আল-হাইয়্যা, রবিবারই মিশরের শারম আল-শেখে পৌঁছেছে। আলোচনায় তারা যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রক্রিয়া, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও বন্দি বিনিময় নিয়ে আলোচনা করবে।

অন্যদিকে, ইসরায়েলি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রন ডারমার, যিনি সোমবার কায়রোর উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। নেতানিয়াহু শুক্রবার বলেন, “বন্দিদের মুক্তির একটি সম্ভাব্য চুক্তি শিগগিরই ঘোষণা করা যেতে পারে বলে আমি আশাবাদী।”

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “এই আলোচনা দ্রুত অগ্রসর হচ্ছে এবং খুব সফলভাবে চলছে। সোমবার প্রযুক্তিগত দলগুলো মিশরে আবার বসবে চূড়ান্ত বিষয়গুলো স্পষ্ট করার জন্য।”
তিনি আরও বলেন, “আমি আশা করছি প্রথম ধাপ এই সপ্তাহেই সম্পন্ন হবে। আমি সবাইকে দ্রুত অগ্রসর হওয়ার আহ্বান জানাচ্ছি।”

তবে ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও, ইসরায়েলি সেনারা গাজায় বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে। রবিবার অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আল জাজিরা আরবিকে জানিয়েছে স্থানীয় সূত্র। নিহতদের মধ্যে রাফাহের উত্তরে একটি ত্রাণকেন্দ্রের কাছে গুলিবিদ্ধ চারজন শরণার্থীও ছিলেন, জানিয়েছে নাসের মেডিক্যাল কমপ্লেক্স।

আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, গাজার কেন্দ্রীয় শহর আজ-জুয়ায়দা এবং গাজা সিটির বিভিন্ন এলাকায় বিমান হামলা অব্যাহত রয়েছে। তিনি বলেন,

“ফিলিস্তিনিরা ভেবেছিল অন্তত এক রাত শান্তিতে ঘুমাতে পারবে, কিন্তু সেটাও হয়নি।”

গাজার সরকার জানিয়েছে, গত দুই বছরের সংঘাতে ২,৭০০টিরও বেশি পরিবার (মোট ৮,৫০০ জন) নাগরিক রেজিস্ট্রি থেকে মুছে গেছে। নিহতদের মধ্যে রয়েছেন ১,০১৫ শিশু (এক বছরের কম বয়সী), ১,৬৭০ চিকিৎসাকর্মী, ২৫৪ সাংবাদিক, এবং ১৪০ উদ্ধারকর্মী।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “যুদ্ধ এখনও শেষ হয়নি, তবে এখনই আমরা বন্দিদের মুক্তির সবচেয়ে কাছাকাছি অবস্থানে আছি।”
তিনি ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়ে বলেন,

“বন্দি মুক্তির প্রক্রিয়া চলার সময় যুদ্ধ চলতে পারে না।”

ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, হামাস বন্দিদের মুক্তি দেবে, এবং ইসরায়েল সেনা প্রত্যাহার করবে “ইয়েলো লাইন” পর্যন্ত, যা আগস্টের সীমারেখা হিসেবে নির্ধারিত।

তবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, “হামাসকে নিরস্ত্র করা হবে, গাজা অঞ্চল হবে ডিমিলিটারাইজড, এবং ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থান করবে।”

মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরকিয়ে ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে হামাসের পদক্ষেপকে স্বাগত জানান।
তারা ট্রাম্পের যুদ্ধবিরতি আহ্বানকেও সমর্থন জানিয়ে বলেন, “এটি অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

হামাস নেতা ইজ্জাত আল-রিশেক বলেন,

“আরব দেশগুলোর এই সমর্থন ফিলিস্তিনের অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা বাড়াবে।”

তিনি আরও যোগ করেন, “আমরা আমাদের জনগণের উপর চলমান আগ্রাসন ও গণহত্যা বন্ধে আরব ও ইসলামিক বিশ্বের আরও সমর্থন আশা করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss