গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে ইসরায়েলের হামলার অভিযোগ উঠেছে। সংগঠকরা জানিয়েছেন, বুধবার (২১ সেপ্টেম্বর) ভোরে ভূমধ্যসাগরে থাকা নৌবহরের ওপর ড্রোন থেকে বিস্ফোরণ ঘটানো হয় এবং অজ্ঞাত বস্তু নিক্ষেপ করা হয়। এতে অন্তত ১৩ দফা বিস্ফোরণ ঘটে, কয়েকটি নৌকা ক্ষতিগ্রস্ত হয় এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়।
ফ্লোটিলা কর্তৃপক্ষ একে “অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির অবনতি” বলে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আতঙ্ক সৃষ্টি করছে এবং মানবিক সহায়তা পৌঁছানো ঠেকাতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
ইসরায়েল আগেই ঘোষণা দিয়েছিল, এই নৌবহর তাদের আরোপিত “বৈধ নৌ অবরোধ” ভাঙার চেষ্টা করছে। তাই তারা যেকোনো উপায়ে ফ্লোটিলাকে থামাবে।
ফ্লোটিলার অংশগ্রহণকারী মার্কিন সাবেক সেনা কর্মকর্তা গ্রেগ স্টোকার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন—
“আমাদের ওপর হামলার উদ্দেশ্য হলো গাজার যুদ্ধ থেকে বিশ্ববাসীর মনোযোগ সরিয়ে নেওয়া। আমরা কৃতজ্ঞ যে মানুষ আমাদের খেয়াল করছে, কিন্তু মূল দৃষ্টি যেন গাজা সংকটের দিকেই থাকে।”
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ওপর হামলা আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। তারা জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) চলমান ৮০তম অধিবেশনে এই বিষয়টি অন্তর্ভুক্ত করে জরুরি প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছে।
হামলার মাঝেও নৌবহরের যাত্রা অব্যাহত রয়েছে। তবে সামনে আরও হামলার আশঙ্কা করছেন যাত্রীরা।
Leave a Reply