ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে এবং উভয় ভোটের ব্যালট একই বাক্সে জমা দিতে হবে। গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি রঙের, আর জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থাকবে সাদা। ভোট গণনার সুবিধার্থে এই রঙের ভিন্নতা রাখা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি বিস্তারিত পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার)’ বিষয়ে গণভোট।
গণভোটে ভোটারদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে মতামত জানতে চাওয়া হবে—
জুলাই জাতীয় সনদে উল্লিখিত সংবিধান সংস্কারসংক্রান্ত প্রস্তাবসমূহ বাস্তবায়নের বিষয়ে তারা সম্মত কি না।
এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন
দুই কক্ষবিশিষ্ট সংসদ এবং অনুপাতিক প্রতিনিধিত্বে উচ্চকক্ষ গঠন
নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন
বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার, স্থানীয় সরকার শক্তিশালীকরণসহ ৩০টি সংস্কার বাস্তবায়ন
ইসি জানায়, ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলবে। একই ভোটকেন্দ্র, একই ভোটার তালিকা ও একই ভোটগ্রহণ কর্মকর্তারা সংসদ নির্বাচন ও গণভোট—দুটিই পরিচালনা করবেন।
ব্যালট ও ব্যালট বাক্স
গণভোটের ব্যালট: গোলাপি রঙ
সংসদ নির্বাচনের ব্যালট: সাদা রঙ
দুটি ব্যালটই একই স্বচ্ছ ব্যালট বাক্সে জমা দিতে হবে
ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স খুলে প্রিসাইডিং অফিসার জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট আলাদা করে গণনা করবেন।
যেসব ভোটার সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন, তারাই গণভোটেও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। একই নিয়ম ও পদ্ধতি অনুসরণ করা হবে।
নির্বাচন কমিশনের মতে, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের মাধ্যমে সময় ও প্রশাসনিক ব্যয় সাশ্রয় হবে এবং জনগণের মতামত সরাসরি গ্রহণ করা সম্ভব হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.