দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করতে সুপরিকল্পিতভাবে নৈরাজ্য ও হত্যাকাণ্ড সংঘটিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে গুলশান বিএনপি কার্যালয়ের সামনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “গণতন্ত্রের যাত্রা থামিয়ে দিতে পতিত ফ্যাসিস্ট সরকার পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরি করছে। তারা হত্যাকাণ্ড ঘটিয়ে অন্যদের ওপর দায় চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।”
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেন। তার ভাষায়, “এই হত্যাকাণ্ডের মাধ্যমে নির্ধারিত সময়ে নির্বাচন বানচাল করার চেষ্টা চলছে। দায় চাপানো হচ্ছে ভিন্ন পক্ষের ওপর।”
তিনি আরও বলেন, “এ ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করাই তাদের মূল লক্ষ্য।”
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, তার নিরাপত্তা ও কর্মসূচি নিয়ে সরকারের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। তিনি বলেন, “খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়া, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোসহ বিভিন্ন কর্মসূচির নিরাপত্তা বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে।”