ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভে রাশিয়ার নতুন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে এবং আরও ১০ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে শহরের সামরিক প্রশাসন। রাতভর এ হামলার পর রাশিয়া দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ৩৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।
এ অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করছেন। চলমান যুদ্ধে ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়াতে নতুন অস্ত্র সহায়তা পাওয়াই তার মূল লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ব্ল্যাক সি-তে রুশবন্দর নোভোরোসিস্কে দুই দিন স্থগিত থাকা তেল রপ্তানি পুনরায় শুরু হয়েছে। ইউক্রেনের ড্রোন হামলার পর কার্যক্রম থেমে থাকায় তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছিল। তবে লোডিং পুনরায় চালু হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও কমেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.