ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে বিতর্ক যেন থামছেই না। এই টুর্নামেন্টের বিস্তৃত সংস্করণকে এবার “ফুটবল ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ধারণা” বলে আখ্যা দিলেন লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ। জার্মান সংবাদমাধ্যম ডাই ভেল্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লপ বলেন, “যারা কখনো ফুটবলের সঙ্গে জড়িত ছিলেন না, তারা এখন এসে এই খেলার শরীর-মন না বুঝেই সিদ্ধান্ত নিচ্ছেন।”
বর্তমানে চাকরিবিহীন এই জার্মান কোচ মনে করেন, ক্লাব ফুটবলে এত এত ম্যাচের ভিড়ে সম্প্রসারিত ক্লাব বিশ্বকাপ শুধু ফুটবলারদের শারীরিকভাবে বিপর্যস্তই নয়, ইনজুরি ঝুঁকি বাড়িয়ে দেবে বহুগুণে।
তিনি বলেন, “আগামী মৌসুম থেকেই দেখা যাবে এমনসব ইনজুরি, যা এর আগে কখনো ঘটেনি। খেলোয়াড়দের বিশ্রামের আর কোনো সুযোগ থাকছে না।”
ফিফার এই উদ্যোগের প্রবল সমালোচক লা লিগা সভাপতি হাভিয়ের তেবাজ-ও। সম্প্রতি এক ফুটবল ইন্ডাস্ট্রি ইভেন্টে তিনি স্পষ্ট বলেন, “আমার লক্ষ্য হলো এই টুর্নামেন্টকে আর না হতে দেওয়া। একে বাদ দিন, খুব পরিষ্কার কথা।”
তেবাজের দাবি, নতুন ক্লাব বিশ্বকাপ ফুটবলের ইকোসিস্টেমকে ধ্বংস করছে। বিশাল বাজেট খরচ করে আয়োজিত এই টুর্নামেন্ট শুধুই অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করছে বলে জানান তিনি।
তিনি বলেন, “এটা শুধু একটা সেক্টর থেকে অন্য সেক্টরে টাকা সরানোর নতুন কৌশল। আমাদের ইকোসিস্টেম টিকিয়ে রাখতে হবে। নতুন টুর্নামেন্টের কোনো দরকার নেই।”
Leave a Reply