অবশেষে স্বপ্ন পূরণ হলো কিলিয়ান এমবাপ্পের। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ক্যারিয়ারের প্রথম ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা। গেল মৌসুমে লা লিগায় ৩১ গোল এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ গোল করে পুরস্কারের মঞ্চে জায়গা করে নিয়েছেন তিনি।শুক্রবার (৩১ অক্টোবর) রিয়াল মাদ্রিদের হোমভেন্যু সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে এক বিশেষ আয়োজনে এমবাপ্পের হাতে তুলে দেওয়া হয় ইউরোপিয়ান গোল্ডেন বুট ট্রফি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কোচ, সতীর্থ ফুটবলার ও ক্লাব কর্মকর্তারা।
পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এমবাপ্পে বলেন—
“প্রথমবারের মতো ক্যারিয়ারে এই অ্যাওয়ার্ড পাওয়া আমার জন্য বিশাল প্রাপ্তি। আমি বিশ্বাস করি, আমরা দল হিসেবে এ মৌসুমেও আরও অনেক ট্রফি জিতবো। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আনন্দের—এটা ছিল আমার ছোটবেলার স্বপ্ন। এখন আমি সেই স্বপ্নের মধ্যেই বেঁচে আছি। সতীর্থ ও সমর্থকদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব হতো না।”
রিয়াল মাদ্রিদের ইতিহাসে এমবাপ্পে হলেন তৃতীয় খেলোয়াড়, যার হাতে উঠলো ইউরোপিয়ান গোল্ডেন বুট।
এর আগে ২০১৪–১৫ মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদো এই পুরস্কার জিতেছিলেন।
রোনালদোর ঝুলিতে রয়েছে মোট চারটি গোল্ডেন বুট, আর সর্বকালের সেরা রেকর্ড ছয়বারের গোল্ডেন বুট জয়ী লিওনেল মেসির।এ মৌসুমেও এমবাপ্পে আগের ধারাবাহিকতা ধরে রেখেছেন।
এখন পর্যন্ত লা লিগায় ১০ ম্যাচে ১১ গোল, আর সব মিলিয়ে ১৩ ম্যাচে করেছেন ১৬ গোল।
ফর্মের এই ধারায় থাকলে পরবর্তী ইউরোপিয়ান গোল্ডেন বুটও যে তার হাতেই উঠতে পারে, তা অনেকটাই নিশ্চিত মনে করছেন বিশ্লেষকেরা।