ক্যারিবিয়ান সাগরে সন্দেহভাজন একটি মাদকবাহী সাবমেরিন ধ্বংসের দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নির্দেশে পরিচালিত এই অভিযানে দুইজন নিহত এবং দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১৮ অক্টোবর) রাতে নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন,
“মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে আসা একটি খুব বড় মাদকবাহী সাবমেরিন ধ্বংস করা হয়েছে। এটি ফেন্টানিলসহ অন্যান্য মাদকে বোঝাই ছিল এবং একটি পরিচিত পাচার রুট ধরে আসছিল।”
তিনি আরও দাবি করেন,
“যদি সাবমেরিনটি মার্কিন উপকূলে পৌঁছাত, অন্তত ২৫ হাজার মানুষের মৃত্যু ঘটতে পারত।”
ট্রাম্প জানান, নিহতদের দুইজন ‘সন্ত্রাসী’, আর জীবিত দুজনকে ইকুয়েডর ও কলম্বিয়ায় ফেরত পাঠানো হয়েছে।অন্যদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক্সে (সাবেক টুইটার) লিখেছেন,
“আমরা খুশি যে অভিযুক্ত ব্যক্তি জীবিত আছেন, তার বিচার আইন অনুযায়ী হবে।”
ট্রাম্প প্রশাসনের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এটি ছিল ক্যারিবিয়ান সাগরে সর্বশেষ সামরিক হামলা। সেপ্টেম্বরের পর থেকে এ পর্যন্ত অন্তত ছয়টি জলযান লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে।
তবে এখনো পর্যন্ত নিহত ব্যক্তিরা সত্যিই মাদক পাচারকারী ছিলেন কি না, সে বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেনি ওয়াশিংটন।