দক্ষিণ কোরিয়ার সংগীত অঙ্গনে তীব্র চাঞ্চল্য তৈরি করেছে এনসিটির সাবেক সদস্য ও কে-পপ তারকা তাঈল-এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে দণ্ডাদেশ। সিউলের একটি আদালত তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে। একই মামলায় অভিযুক্ত তার দুই সহযোগী লি ও হং-কেও একই দণ্ড দেওয়া হয়েছে। এই রায় আসে ২০২4 সালের জুনে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ওই সময় ৩২ বছর বয়সী গায়ক তাঈল এবং তার সহযোগীরা সিউলের একটি বারে এক চীনা নারী পর্যটকের সঙ্গে মদ্যপান করছিলেন। অতিরিক্ত মদ্যপানে ওই নারী অজ্ঞান হয়ে পড়লে, তাকে লি-এর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে আদালতে প্রমাণ উপস্থাপন করা হয়।
আদালতের বিচারক এই অপরাধকে “গুরুতর ও লজ্জাজনক” বলে আখ্যায়িত করেন এবং বলেন, ভুক্তভোগী ছিলেন অসহায় অবস্থায়, যা অপরাধকে আরও নিন্দনীয় করে তোলে।
তাঈল ও তার সহযোগীদের পক্ষের আইনজীবী দাবি করেন, এটি তাদের প্রথম অপরাধ এবং তারা পশ্চাতাপবোধ করছেন। সেই সঙ্গে শাস্তি সাত বছর থেকে অর্ধেক কমানোর জন্য আবেদন করা হয়। তবে আদালত এই দাবিকে গুরুত্ব না দিয়ে সাড়ে তিন বছরের সাজার রায় বহাল রাখেন।
তাঈল ছিলেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কে-পপ ব্যান্ড এনসিটির (NCT) সদস্য। গায়ক হিসেবে তার জনপ্রিয়তা ছিল উল্লেখযোগ্য। তবে এমন ভয়াবহ অপরাধে জড়িত থাকার কারণে তাকে এখন কে-পপ ইন্ডাস্ট্রি থেকে চূড়ান্তভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।
Leave a Reply