ঘন কুয়াশার কারণে দিল্লি–আগ্রা (যমুনা) এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৫ জন। মঙ্গলবার (স্থানীয় সময়) ভোরে ভারতের উত্তরপ্রদেশের মথুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, প্রচণ্ড কুয়াশায় দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় একের পর এক গাড়ির সংঘর্ষ হয়। এতে সাতটি বাস ও তিনটি গাড়ি জড়িত ছিল। সংঘর্ষের পর কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়, ফলে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মথুরার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) শ্লোক কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুবই কম ছিল। এর ফলেই সাতটি বাস ও তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং প্রায় ২৫ জন আহত হয়েছেন।” তিনি জানান, আগুন লাগার ঘটনাও ঘটে, তবে দ্রুত উদ্ধার অভিযান শুরু করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস, স্থানীয় পুলিশ ও প্রশাসনের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এসএসপি শ্লোক কুমার বলেন, “অনুসন্ধান ও উদ্ধার অভিযান প্রায় শেষের দিকে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং মহাসড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।”
আহতদের মথুরার সিএইচসি বালদেব ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) চন্দ্র প্রকাশ সিংহ জানান, আহতদের কেউই আশঙ্কাজনক অবস্থায় নেই এবং সবাই চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, “এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের এখন প্রধান লক্ষ্য আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা এবং দ্রুত ত্রাণ কার্যক্রম সম্পন্ন করা।”
উল্লেখ্য, এর আগের দিনও ঘন কুয়াশার কারণে দিল্লি–মুম্বাই এক্সপ্রেসওয়েতে প্রায় ২০টি গাড়ির সংঘর্ষে চারজন নিহত হন, যাদের মধ্যে দুইজন পুলিশ সদস্য ছিলেন। শীত মৌসুমে উত্তর ভারতের মহাসড়কগুলোতে কুয়াশাজনিত দুর্ঘটনার ঝুঁকি উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে।
সূত্র:এনডিটিভি
Leave a Reply
You must be logged in to post a comment.