মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত দক্ষিণ–পূর্ব এশিয়ার জোট আসিয়ান-এর ৪৭তম শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে দুই দেশের মধ্যে চলমান দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য আলোচনা, এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াবলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সোমবার (২৭ অক্টোবর) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে জয়শঙ্কর বলেন,
“কুয়ালালামপুরে আজ সকালে মার্কো রুবিওর সঙ্গে দেখা করে ভালো লাগল। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকটি ফলপ্রসূ ছিল।”
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ঘিরে যখন আলোচনাগুলো তুঙ্গে, ঠিক তখনই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
এবারের আসিয়ান সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ পেলেও সময়সূচির ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারেননি। অন্যদিকে, সম্মেলনে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকেই ধারণা করেছিলেন, ট্রাম্প ও মোদির মধ্যে বৈঠক হতে পারে, তবে শেষ পর্যন্ত তা হয়নি।
বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দেশটির বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেন,
“আলোচনা চলছে, তবে কোনো চাপের মুখে বা সময়সীমা বেঁধে ভারত কোনো চুক্তি করবে না।”
এদিকে এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রোববার এস জয়শঙ্কর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন, এবং থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকিওর সঙ্গে পৃথক বৈঠক করেছেন।
এইসব বৈঠক দক্ষিণ–পূর্ব এশিয়ায় ভারতের কূটনৈতিক উপস্থিতি ও প্রভাব আরও জোরদার করার ইঙ্গিত বহন করছে বলে বিশ্লেষকদের ধারণা।