ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
শুনানিতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার বিভূতি তরফদার। আদেশের পর তিনি সাংবাদিকদের জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপি হিসেবেই বিবেচিত হবেন এবং এ কারণে তার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে না।
এর আগে ঋণ খেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন। পরে ওই আদেশ স্থগিত চেয়ে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে।
চেম্বার আদালতের সর্বশেষ আদেশের ফলে হাইকোর্টের স্থগিতাদেশ কার্যকর থাকছে না এবং বিএনপির এই প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের আইনগত পথ বন্ধ হয়ে গেল।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.