জুলাই গণঅভ্যুত্থানের ফ্রন্টলাইনার তাহরিমা জামান সুরভীকে পরিকল্পিতভাবে ৫০ কোটি টাকার চাঁদাবাজির মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্র আন্দোলনের সংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম। তার দাবি, একটি অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিশোধমূলকভাবে এই মামলার সূত্রপাত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মঈনুল ইসলাম বলেন, সুরভীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং এর পেছনে ব্যক্তিগত আক্রোশ কাজ করেছে।
মঈনুল ইসলামের অভিযোগ অনুযায়ী, মামলার বাদী সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে সুরভীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ার চেষ্টা করেন। পরে তিনি অনৈতিক প্রস্তাব দিলে সুরভী তা প্রত্যাখ্যান করেন। বিষয়টি প্রকাশ্যে আনায় ক্ষুব্ধ হয়ে দুর্জয় সংঘবদ্ধভাবে ‘মিডিয়া ট্রায়াল’ শুরু করেন এবং সুরভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ সংবলিত সংবাদ প্রচার করেন।
তিনি দাবি করেন, এসব সংবাদে যে অভিযোগ তোলা হয়েছে, তা মামলার নথিতেও উল্লেখ নেই। অথচ এসব তথ্য যাচাই না করেই সুরভীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন মঈনুল ইসলাম।
ছাত্র আন্দোলনের এই নেতা আরও বলেন, গণহত্যার অভিযোগে অভিযুক্ত রাজনৈতিক শক্তির বিরুদ্ধে সুরভী বরাবরই সোচ্চার ছিলেন। সে কারণেই তাকে টার্গেট করা হয়েছে বলে তাদের ধারণা। তিনি জানান, সুরভীর পাশে তারা আছেন এবং তার অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ধরনের অন্যায় বা হয়রানি মেনে নেওয়া হবে না।
উল্লেখ্য, অভিযোগে নাম আসা সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয় এর আগে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি দৈনিক কালবেলা-তে কাজ করছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.