রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেনের অবস্থান আরও শক্তিশালী করতে ব্রাসেলসে গুরুত্বপূর্ণ এক শীর্ষ বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। বৈঠকে আগামী দুই বছরে ইউক্রেনকে সহায়তার জন্য ইউরোপে জব্দ থাকা প্রায় ২০০ বিলিয়ন ডলারের রুশ সম্পদ ব্যবহার করা যাবে কি না—সে বিষয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে ইউক্রেনের ভেতরে রুশ বাহিনী নতুন করে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ক্রিভি রিহ শহরসহ জাপোরিঝিয়া, চেরকাসি ও ওডেসা অঞ্চল।
অন্যদিকে, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলের রোস্তভ অঞ্চলে তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন। নিহতদের মধ্যে একটি পণ্যবাহী জাহাজের দুইজন ক্রু সদস্য রয়েছেন। রোস্তভ-অন-ডন বন্দরের পাশাপাশি বাতাইস্ক শহরে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছেন রোস্তভ অঞ্চলের গভর্নর।
বিশ্লেষকদের মতে, ইউক্রেনকে অর্থনৈতিক ও সামরিকভাবে সহায়তা বাড়াতে ইইউ যদি জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারের সিদ্ধান্ত নেয়, তবে তা যুদ্ধের কূটনৈতিক ও অর্থনৈতিক মাত্রায় বড় প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে উভয় পক্ষের সাম্প্রতিক হামলা সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
Leave a Reply
You must be logged in to post a comment.