প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটির বিশাল সম্পত্তি নিয়ে আইনি লড়াই আরও জটিল আকার ধারণ করেছে। কারণ, সঞ্জয়ের প্রাক্তন স্ত্রী ও বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর অভিযোগ করেছেন—তার দুই সন্তানের নাম ও ঠিকানায় ইচ্ছাকৃতভাবে ভুল করা হয়েছে সম্পত্তির দলিলে।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, দলিলে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে। কারিশমা ও সঞ্জয়ের ছেলে কিয়ান রাজ কাপুরের নামের বানান ভুলভাবে লেখা হয়েছে, আর মেয়ে সামাইরা কাপুরের ঠিকানাতেও রয়েছে ভুল। কারিশমার পক্ষের আইনজীবী মহেশ জেঠমলানি দাবি করেছেন, এই ভুলগুলো ইচ্ছাকৃতভাবে করা হয়েছে সন্তানদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করার জন্য।
অভিযোগের আঙুল তোলা হয়েছে সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবের দিকে, যিনি নাকি এই দলিলে জালিয়াতির সঙ্গে জড়িত।
উল্লেখ্য, গত ১২ জুন লন্ডনে পোলো খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শিল্পপতি সঞ্জয় কাপুর। মুখে মৌমাছি ঢোকার পরই তার হার্ট অ্যাটাক হয় বলে জানা যায়। আইনি জটিলতার কারণে এক সপ্তাহ পর ১৯ জুন তার মরদেহ ভারতে আনা হয়।