কারাবন্দি ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতা মারওয়ান বারঘুতির মুক্তি চেয়ে খোলা চিঠি দিয়েছেন ২০০-এরও বেশি আন্তর্জাতিক তারকা।
চিঠিতে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন হলিউড তারকা বেনেডিক্ট কাম্বারব্যাচ, টিলডা সুইনটন, মার্ক রাফালো, সাবেক ফুটবলার গ্যারি লিনেকার, বিলিয়নিয়ার রিচার্ড ব্র্যানসন। এছাড়া আলোচিত সংগীত তারকা পল সিমন, ব্রায়ান এনো এবং স্টিফেন ফ্রাই-ও রয়েছেন তালিকায়।
খোলা চিঠিতে বারঘুতির দীর্ঘ কারাবাস এবং তার ওপর চলা নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক তারকারা জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তাকে মুক্ত করার জন্য।
মারওয়ান বারঘুতির ক্ষেত্রে জানা যায়, ২০০২ সাল থেকে তাকে ইসরায়েলে আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে পাঁচটি যাবজ্জীবন সাজা রয়েছে। ফিলিস্তিনে তাকে সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে বিবেচনা করা হয় এবং তাঁকে ‘ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা’ হিসেবে ডাকা হয়। ইসরায়েল-হামাসের সর্বশেষ বন্দি বিনিময়ে বারঘুতির মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.