1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১ Time View

কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ৪১ মিনিটে অনুভূত হয়। তবে এ ঘটনা থেকে সুনামির কোনো আশঙ্কা নেই এবং এখনো পর্যন্ত কারও প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য এবং কানাডার ইউকন প্রদেশের সীমান্তবর্তী এক প্রত্যন্ত অঞ্চলে। আলাস্কার জুনেউ শহরের প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ইউকনের রাজধানী হোয়াইটহর্স থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে এ এপিসেন্টারের অবস্থান। ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

কানাডার রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) হোয়াইটহর্স শাখার সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড বলেন,
“ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল, অনেক মানুষই কম্পন টের পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ভয় ও উদ্বেগের কথা জানিয়ে পোস্ট করেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।”

সীমান্তবর্তী এলাকাটি জনবসতিহীন হওয়ায় বড় কোনো ক্ষতির আশঙ্কা কম বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আক্রান্ত এলাকায় যোগাযোগ চালু রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss