অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের দোহায় অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামী শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠকে অংশগ্রহণ করেছেন। বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল কাতারের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা।
রোববার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। এছাড়াও ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-র মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা এবং আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গেইথ বক্তব্য দেন।
দুই দিনব্যাপী এই জরুরি শীর্ষ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তার সঙ্গে বাংলাদেশি প্রতিনিধি দলে আছেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান।
শীর্ষ সম্মেলন সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হবে এবং এতে কাতারের ওপর ইসরায়েলের হামলার বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হবে।
Leave a Reply