এশিয়া কাপ খেলতে রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে দেশ ছেড়েছে বাংলাদেশ দলের প্রথম বহর। সকাল ১০টা ১৫ মিনিটের ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হন অধিনায়ক লিটন দাস, জাকের আলী, সাইফ হাসান, পারভেজ হোসেন, তানজিদ হাসান ও শামীম হোসেন। সন্ধ্যায় আরও একদল ক্রিকেটার যাবেন আবুধাবির পথে।
যাত্রার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন ব্যাটসম্যান জাকের আলী। তিনি বলেন, দলের মূল লক্ষ্য এবার শিরোপা জয়। ‘অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব। প্রতিটা ম্যাচে ধাপে ধাপে এগোতে চাই। প্রস্তুতি ভালো হয়েছে, আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। বিশ্বাসটা সবাই নিয়েই যাচ্ছি। ইনশাল্লাহ, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি।’
তিনবার এশিয়া কাপ ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। এবারের ভেন্যু আবুধাবি, যেখানে টাইগারদের টি-টোয়েন্টি রেকর্ড আশানুরূপ নয়। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিন সিরিজ জয়ের আত্মবিশ্বাসই দলের বড় প্রেরণা বলে মনে করেন জাকের।
তিনি আরও বলেন,
‘এভাবেই খেলতে হবে। বড় মঞ্চে, সিরিজে, টুর্নামেন্টে সবখানেই একই মানসিকতা দরকার। আমরা দল হিসেবে সেই মানসিকতা নিয়েই নামব। কাউকে জবাব দেয়ার কিছু নেই, আমরা আমাদের ক্রিকেটটাই খেলব। সেরা ক্রিকেটটাই খেলব।’
এছাড়া দলের প্রস্তুতি নিয়েও আশাবাদী তিনি। ‘আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডস সিরিজ, সবকিছু মিলিয়ে দারুণ প্রস্তুতি হয়েছে। ড্রেসিংরুমের পরিবেশও সব সময়ের মতোই ইতিবাচক।’
Leave a Reply