ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচলের জন্য প্রয়োজনীয় অনুমোদন পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক ছাড়পত্রের পর দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) বিমান বাংলাদেশকে ঢাকা–করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) স্থানীয় সময় সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতির ফলে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর পথ সুগম হয়েছে।
বর্তমানে দুই দেশের যাত্রীরা দুবাই বা দোহা হয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। সরাসরি ফ্লাইট চালু হলে সময় ও ব্যয়—দুটোই উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।
সূত্র জানায়, প্রাথমিকভাবে এই অনুমোদন ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। পরে পরিস্থিতি পর্যালোচনা করে মেয়াদ বাড়ানো হতে পারে। অনুমোদিত রুট অনুযায়ী পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে বিমান বাংলাদেশ।
সিএএ জানিয়েছে, নির্ধারিত রুট কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং প্রতিটি ফ্লাইটের আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে বিস্তারিত অপারেশনাল তথ্য দিতে হবে। একই সঙ্গে নিরাপত্তা ও সমন্বয় সংক্রান্ত সব শর্ত পূরণ করতে হবে।
সবকিছু ঠিক থাকলে জানুয়ারি মাসের শেষের দিকেই ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালু হতে পারে। এর আগে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান জানিয়েছিলেন, প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
Leave a Reply
You must be logged in to post a comment.