থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল স্পষ্ট করে জানিয়েছেন, কম্বোডিয়ার সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে এখনো পৌঁছায়নি তার দেশ। ফলে বিতর্কিত সীমান্ত এলাকায় থাই সেনাবাহিনীর সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (১৩ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, যিনি দুই দেশের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন, দাবি করেছিলেন—শনিবার সন্ধ্যা থেকেই উভয় পক্ষের শত্রুতা বন্ধ হওয়া উচিত।
অন্যদিকে শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তার মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি কম্বোডিয়া।
এদিকে থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরসান্ত কংসিরি জানিয়েছেন, শনিবার চং আন মা এলাকায় সংঘর্ষে থাই সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। এর ফলে চলমান সংঘাতে এখন পর্যন্ত থাইল্যান্ডের অন্তত ১৪ জন সেনা নিহত হয়েছেন। তবে সাম্প্রতিক হামলায় কম্বোডিয়ার পক্ষ থেকে হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
নতুন করে শুরু হওয়া ছয় দিনের সংঘর্ষে উভয় দেশে মিলিয়ে প্রাণ হারিয়েছেন ২০ জনের বেশি মানুষ এবং আহত হয়েছেন প্রায় ২০০ জন। এছাড়া প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তের দুই পাশে বসবাসরত আনুমানিক ৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই সীমান্ত এলাকায় শতাব্দীপ্রাচীন মন্দিরগুলোর মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
শনিবার সকালে নিজের ফেসবুক পোস্টে থাই প্রধানমন্ত্রী আনুতিন বলেন,
‘আমাদের ভূমি ও জনগণের প্রতি হুমকি পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত থাইল্যান্ড সামরিক পদক্ষেপ চালিয়ে যাবে—এটা আমি পরিষ্কারভাবে জানাতে চাই।’
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, থাইল্যান্ড তাদের ভূখণ্ডে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে তারা জানায়, ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে থাই বিমান বাহিনীর দুটি এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে একাধিক লক্ষ্যবস্তুতে সাতটি বোমা নিক্ষেপ করা হয়েছে।
উল্লেখ্য, অক্টোবরে ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত শান্তি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘর্ষ নতুন করে তীব্র আকার ধারণ করেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.