1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

কনক্যাকাফ সেমিফাইনালে ইন্টার মায়ামি

kmsobuj.myreportjtv@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১২৮ Time View

কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে ইন্টার মায়ামি প্রথম লেগে লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল। তবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় লেগে মেসির অদ্বিতীয় নৈপুণ্যে মায়ামি সেমিফাইনালে জায়গা করে নেয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ম্যাচের শুরুতেই লস অ্যাঞ্জেলেসের কাছে দ্বিতীয় গোল হজম করলেও, মেসি ও তার দলের অসাধারণ পারফরম্যান্সে ম্যাচের ফল পাল্টে যায়। ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মায়ামি। প্রথমে লস অ্যাঞ্জেলেসের অ্যারন লংয়ের গোলে এগিয়ে গেলেও, ৩৫তম মিনিটে মেসির গোল মায়ামিকে সমতায় ফেরায়।

দ্বিতীয়ার্ধে মায়ামি একতরফাভাবে খেলে এবং ম্যাচের ৬১তম মিনিটে সমতা ফিরে পায়। রেদোনদো একটি চমৎকার পাস দেন এবং মায়ামির গোল করেন। তবে, এলএএফসি তখনও অ্যাওয়ে গোল নিয়মে এগিয়ে ছিল। ৬৭ মিনিটে সুয়ারেজের গোল অফসাইডের কারণে বাতিল হয়, কিন্তু মায়ামির জন্য উত্তেজনা বাড়িয়ে রাখে শেষ মুহূর্তে পেনাল্টি অর্জন। ৮৪ মিনিটে স্পট কিক থেকে মেসি গোল করে ম্যাচ শেষ করেন।

পরে মায়ামির গোলরক্ষক অস্কার তার দুর্দান্ত সেভগুলোর মাধ্যমে মায়ামির জয় নিশ্চিত করেন। সেমিফাইনালে মায়ামির সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মেক্সিকান ক্লাব পুমাস অথবা কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss