কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে। সরে না দাঁড়ালে তাকে শরীফ ওসমান হাদির মতো পরিণতি ভোগ করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
গত ২৩ ডিসেম্বর অজ্ঞাত পরিচয় থেকে ডাকযোগে পাঠানো ওই চিঠির সঙ্গে এক টুকরো সাদা কাফনের কাপড়ও ছিল। চিঠিতে ‘ব্যাটালিয়ন ৭১’ নামে একটি গোষ্ঠীর পরিচয় ব্যবহার করা হলেও তাদের প্রকৃত পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
চিঠির ভাষ্য অনুযায়ী, শাহজাহান চৌধুরীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখা হয়েছে বলেও দাবি করা হয় এবং হুমকি হিসেবে কাফনের কাপড় পাঠানো হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় শাহজাহান চৌধুরী বলেন, ডাকযোগে পাঠানো এই চিঠি তাকে ভয় দেখানোর অপচেষ্টা মাত্র। তার ভাষ্য, এলাকায় কিছু সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, তারাই এ ধরনের কাজ করতে পারে। তবে তিনি এসব হুমকিতে বিচলিত নন এবং নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলেও জানান।
তিনি আরও বলেন, হুমকি দিয়ে তাকে দুর্বল করা যাবে না। তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, কিন্তু এসব কৌশলে তাকে দমিয়ে রাখা সম্ভব নয়।
এদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, এ ঘটনায় বিএনপি প্রার্থীর পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। নির্বাচনী পরিবেশ ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply
You must be logged in to post a comment.