অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেনাবাহিনী দাবি করেছে, নিহতরা নাকি গাড়িচাপা ও ছুরিকাঘাতের মাধ্যমে হামলার চেষ্টা করেছিলেন। তবে স্বাধীনভাবে এসব দাবি যাচাই করা সম্ভব হয়নি।
গাজা উপত্যকায়ও ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ থামছে না। গাজা সিটির পূর্বাঞ্চলে ‘ইয়েলো লাইন’-এর পেছনে অবস্থিত বহু আবাসিক ভবন ভেঙে ফেলেছে সেনারা।
এছাড়া কেন্দ্রীয় গাজার বুরেইজ শরণার্থী শিবিরের পূর্ব দিকে ইসরায়েলি সামরিক যান থেকে গোলাগুলির খবর পাওয়া গেছে।
অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের হেব্রন শহরে তিনটি হাসপাতালের আশপাশের এলাকা ঘিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে হাসপাতালে চিকিৎসা গ্রহণকারী ও সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে পড়েছেন।
গাজায় ইসরায়েলের চলমান হামলা ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৭০,১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,৭০,৯৬৫ মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হয় ১,১৩৯ জন এবং প্রায় ২০০ মানুষকে আটক করা হয়।