২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জমকালো আসর। আর সেই লক্ষ্যেই এখন থেকেই দল গুছিয়ে নিতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিকল্পনার অংশ হিসেবে এশিয়া কাপের আগেই চূড়ান্ত দল গঠন করতে চান ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
মিরপুরে বুধবার (১৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে ফাহিম বলেন,
“এশিয়া কাপের আগেই আমরা একটি কমপ্লিট দল চাচ্ছি। এরপর থেকে খুব বেশি পরিবর্তন চাইব না। যতটা সম্ভব ধারাবাহিকতা বজায় রাখতে চাই, যেন অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা না হয়।”
বিশ্বকাপের বাকি আর মাত্র এক বছর। অথচ এখনও বাংলাদেশের ব্যাটিং অর্ডারে নেই স্থিতিশীলতা। ২০২৪ বিশ্বকাপের পর থেকে এ পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, কিন্তু জয় এসেছে মাত্র ৫টিতে। এমনকি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও সিরিজ হারতে হয়েছে ২-১ ব্যবধানে।
ওয়েস্ট ইন্ডিজে চমক দেখিয়ে হোয়াইটওয়াশের পর পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ, এরপর আরব আমিরাতের মতো দুর্বল দলের কাছেও হার—সব মিলিয়ে দলের পারফরম্যান্স আশানুরূপ নয়।
এ অবস্থায় ফাহিমের মতে, এখন আর পরীক্ষার সময় নেই।
“দলকে একটু স্ট্যাবল করাটা এখন খুব জরুরি,” বলেন তিনি।
আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের, কিন্তু তা স্থগিত হয়ে গেছে। ফলে এই সময়ে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন নিয়ে নতুন করে ভাবছে বিসিবি। সম্ভাব্য বিকল্প হিসেবে রয়েছে বিদেশ সফর, অথবা ‘এ’ দলের বিপক্ষে অভ্যন্তরীণ সিরিজ আয়োজন।
ফাহিম বলেন,
“আমরা চেষ্টা করছি ওই সময়ে অন্য কোনো দলের সঙ্গে খেলতে পারি কি না, অথবা দেশের বাইরে স্বল্প পরিসরে কিছু ম্যাচ খেলতে পারি কি না। যদি কিছুই সম্ভব না হয়, তাহলে অন্তত ‘এ’ দলের সঙ্গেই ম্যাচ আয়োজন করব।”
এর আগেও জাতীয় দলকে ‘এ’ দলের সঙ্গে ম্যাচ খেলাতে দেখা গেছে। ফাহিম বলেন,
“আমরা এর আগে এ রকম করেছি, ভবিষ্যতেও করতে পারি।”
Leave a Reply