হংকংয়ের বিপক্ষে জয় হাতছাড়া করায় এশিয়ান কাপ বাছাইপর্বে বড় ধাক্কা খেলো বাংলাদেশ। একই দিনে আরেক ম্যাচে ভারত ২-১ ব্যবধানে হেরে যায় সিঙ্গাপুরের কাছে, ফলে শেষ হয়ে গেল বাংলাদেশ ও ভারতের এশিয়ান কাপের স্বপ্ন।
হংকংয়ের সঙ্গে ড্রয়ের পর বাংলাদেশের আশা ছিল ভারত জয় পাবে। কিন্তু ভারতের পরাজয়ে বিদায় নিশ্চিত হয়েছে হামজা-সমিতদের।
চার ম্যাচ শেষে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট মাত্র ২, অন্যদিকে হংকং ও সিঙ্গাপুরের ঝুলিতে সমান ৮ পয়েন্ট। ফলে সি গ্রুপ থেকে মূলপর্বে যাচ্ছে হংকং অথবা সিঙ্গাপুর। যদিও ভারতের সমান পয়েন্ট বাংলাদেশের, তবুও টেবিলে তিনে অবস্থান ক্যাবরেরা শিষ্যদের, একেবারে তলানিতে ভারত।
উল্লেখ্য, আগামী ১৮ নভেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।