1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য ঘোষণা সোমবার, বাড়বে না কমবে—চোখ এখন বিইআরসি’র ঘোষণায়

ডেস্ক রিপোর্ট
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১১৪ Time View

আগামী সোমবার (২ জুন) দেশের ভোক্তারা জানতে পারবেন জুন মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়ছে না কি কমছে। এদিন বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য ঘোষণা করবে।

রোববার (১ জুন) পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, সৌদি আরামকো কর্তৃক নির্ধারিত সৌদি সিপি (Contract Price)-এর ভিত্তিতে ভোক্তা পর্যায়ের মূল্য পুনঃনির্ধারণ করা হবে।

বিগত কয়েক মাসে এলপিজির দাম বারবার পরিবর্তনের মধ্য দিয়ে গেছে:

🔹মে ২০২৫: ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ৳১,৪৩১

🔹এপ্রিল: দাম অপরিবর্তিত রাখা হয়

🔹মার্চ: দাম ২৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ৳১,৪৫০

🔹ফেব্রুয়ারি: দাম ১৯ টাকা বাড়িয়ে হয় ৳১,৪৭৮

🔹জানুয়ারি: একবার অপরিবর্তিত থাকলেও পরে ৪ টাকা বাড়িয়ে হয় ৳১,৪৫৯

সিলিন্ডার গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দামেও এসেছে পরিবর্তন:

🔹মে ২০২৫: ৮৪ পয়সা কমিয়ে প্রতি লিটার নির্ধারণ করা হয় ৳৬৫.৫৭ (ভ্যাটসহ)

🔹এপ্রিল: ২ পয়সা কমিয়ে হয় ৳৬৬.৪১

🔹মার্চ: ১.৩১ টাকা বাড়িয়ে হয় ৳৬৬.৪৩

🔹ফেব্রুয়ারি: ৮৯ পয়সা বাড়িয়ে হয় ৳৬৭.৭৪

🔹জানুয়ারি: একাধিক পরিবর্তনের পর সর্বশেষ মূল্য দাঁড়ায় ৳৬৬.৮৫

বিইআরসি’র হিসাব অনুযায়ী, ২০২৪ সালে মোট ৭ বার দাম বেড়েছে, আর ৪ বার কমেছে।
দাম অপরিবর্তিত ছিল মাত্র একবার (ডিসেম্বরে)।
এর বিপরীতে ২০২৫ সালের শুরু থেকে এখনও পর্যন্ত দাম বাড়া-কমার ধারায় আছে অনিশ্চয়তা।

অনেক ভোক্তা ও পরিবহন মালিকদের দাবি, গ্যাসের আন্তর্জাতিক মূল্য ওঠানামা করলেও দেশের বাজারে তার প্রতিফলন সময়মতো ও স্বচ্ছভাবে হয় না।
বিশেষজ্ঞরা বলছেন, ভোক্তা স্বার্থ রক্ষায় স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি আরও স্বচ্ছ ও পূর্বাভাসভিত্তিক হওয়া দরকার।

দেশজুড়ে মধ্যবিত্ত থেকে শুরু করে পরিবহন খাত পর্যন্ত, সবাই অপেক্ষা করছে সোমবারের দামের ঘোষণার জন্য। মূল্য হ্রাস হলে কিছুটা স্বস্তি মিলবে, আর বৃদ্ধি হলে বেড়ে যাবে দৈনন্দিন ব্যয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss