বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত ৬ লাখের বেশি শিক্ষক-কর্মচারী এখন থেকে অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা পাবেন। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চের ১৩ পৃষ্ঠার এ রায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট ছিদ্দিক উল্যাহ মিয়া জানান, এ রায়ের ফলে দীর্ঘদিন ধরে অবসর সুবিধা পেতে ভোগান্তিতে থাকা বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীরা উপকৃত হবেন।
উল্লেখ্য, ২০১৯ সালে রিট দায়েরের পর থেকে শিক্ষক-কর্মচারীরা এ রায়ের অপেক্ষায় ছিলেন। আদালত রায়ে বলেন, ১০ শতাংশ বেতন কর্তনের বিপরীতে অতিরিক্ত সুবিধা নিশ্চিত করতে হবে এবং অবসরের ছয় মাসের মধ্যে সুবিধা প্রদান বাধ্যতামূলক।
Leave a Reply