রোববার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ হারে (সর্বনিম্ন দুই হাজার টাকা) দেওয়ার সিদ্ধান্তে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে।
শিক্ষা উপদেষ্টা বলেন,
“শিক্ষা মন্ত্রণালয় সব সময় শিক্ষকদের স্বার্থ রক্ষার চেষ্টা করে এসেছে। সীমাবদ্ধতার মধ্যেও অর্থ মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করেছে। তাই এখন শিক্ষকদের উচিত রাজপথ ছেড়ে শ্রেণিকক্ষে ফেরা।”
“যতটুকু সাধ্য ছিল দিয়েছে সরকার, এবার শিক্ষকদের ক্লাসরুমে ফিরে যাওয়া উচিত” — এমন আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।
তবে শিক্ষক-কর্মচারীরা ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের দাবি,
বাড়িভাড়া ২০ শতাংশ,
মেডিকেল ভাতা ১,৫০০ টাকা,
উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করতে হবে এবং
এসবের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।