আমরণ অনশনে থাকা বেসরকারি শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার অবশেষে বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ হারে প্রদানের অনুমোদন দিয়েছে। রবিবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়,
“সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) নির্ধারণ করা হলো।”
এই সিদ্ধান্ত নভেম্বর মাস থেকে কার্যকর হবে।
তবে শিক্ষক নেতারা ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং অনশনসহ চলমান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বিভিন্ন পদের নতুন বাড়িভাড়া ভাতা (৫%)
| পদবী | মূল বেতন | ৫% হারে বাড়িভাড়া | কার্যকর ভাতা |
|---|---|---|---|
| অধ্যক্ষ (গ্রেড ৪) | ৫০,০০০ টাকা | ২,৫০০ টাকা | ২,৫০০ টাকা |
| উপাধ্যক্ষ (গ্রেড ৫) | ৪৩,০০০ টাকা | ২,১৫০ টাকা | ২,১৫০ টাকা |
| সহকারী অধ্যাপক (গ্রেড ৬) | ৩৫,৫০০ টাকা | ১,৭৭৫ টাকা | ২,০০০ টাকা |
| প্রভাষক (গ্রেড ৯) | ২২,০০০ টাকা | ১,১০০ টাকা | ২,০০০ টাকা |
| সহকারী শিক্ষক (গ্রেড ১০-১১) | ১২,৫০০–১৬,০০০ টাকা | ৬২৫–৮০০ টাকা | ২,০০০ টাকা |
| অফিস সহকারী/ল্যাব অ্যাসিস্ট্যান্ট (গ্রেড ১৬) | ৯,৩০০ টাকা | ৪৬৫ টাকা | ২,০০০ টাকা |
| ঝাড়ুদার/পিয়ন/আয়া (গ্রেড ২০) | ৮,২৫০ টাকা | ৪১২.৫০ টাকা | ২,০০০ টাকা |
এই সিদ্ধান্তে শিক্ষক সমাজে অসন্তোষ বিরাজ করছে, কারণ তারা দীর্ঘদিন ধরে ন্যায্য বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন।