ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইলের অব্যাহত হামলার কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। একইসঙ্গে তিনি জানান, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র সব নীতির সঙ্গে একমত না হওয়ায় তার ঘনিষ্ঠ বন্ধু হতে পারেননি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডের ডাবলিনে এক অনুষ্ঠানে ওবামা বলেন,
“এরইমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে আরও গুঁড়িয়ে দেওয়ার কোনো সামরিক যুক্তি নেই। শিশুদের অনাহারে থাকতে দেওয়া যায় না।”
তার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়—
“গাজায় যে মানবিক সংকট চলছে তা উপেক্ষা করা অগ্রহণযোগ্য। একটি নিরাপদ ইসরাইলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সমাধান খুঁজে বের করতে হবে।”
ওবামা আরও বলেন,
“আমরা সবসময় সব বিষয়ে একমত ছিলাম না। রাজনীতিতে অনেক সময় ‘আমরা বনাম তারা’ খেলাটা চলে। আমি সমালোচনা করতাম বলেই ওই অঞ্চলে জনপ্রিয় ছিলাম না। তাই নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু ছিলাম না।”
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহুর ভাষণের শুরুতে অনেক দেশের প্রতিনিধি প্রতিবাদ জানিয়ে বর্জন করেন।
নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিরুদ্ধে কড়া অবস্থান নেন।
ঠিক তখনই ওবামার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
Leave a Reply