ইউরোপীয় ইউনিয়নের (EU) ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নতুন শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে বলে শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নিজেই জানিয়েছেন তিনি। এর মাধ্যমে ইউরোপের ২৭টি দেশ যুক্ত হলো সেই তালিকায়, যেখানে এর আগে জাপান, ব্রাজিল, কানাডা, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর মতো ২০টিরও বেশি দেশ ট্রাম্পের শুল্ক নীতির শিকার হয়েছিল।
ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লিয়েনকে পাঠানো চিঠিও পোস্ট করেন সোশ্যালে। একই সঙ্গে প্রতিবেশী দেশ মেক্সিকো থেকেও যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া পণ্যের উপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ভন ডার লিয়েন এই শুল্ক ঘোষণার জবাবে বলেন, “ইইউ সংলাপ, স্থিতিশীলতা ও গঠনমূলক ট্রান্স আটলান্টিক অংশীদারিত্বের প্রতিশ্রুতিবদ্ধ। তবে একই সঙ্গে ইইউ স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় প্রতিরক্ষা পদক্ষেপ গ্রহণে প্রস্তুত, যার মধ্যে পাল্টা শুল্ক আরোপও রয়েছে।”
এর আগেই, গত মে মাসে ট্রাম্প ইউরোপকে ৫০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলেন। তার অভিযোগ ছিল, ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সুযোগের অপব্যবহার করছে এবং তিনি তাদের সঙ্গে বাণিজ্য চুক্তিতে আগ্রহী নন। এরপর ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার পর সেই হুমকি খানিকটা নমনীয় হয়ে ৩০ শতাংশে নেমে আসে।
উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প একের পর এক দেশকে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে আসছেন। গত এপ্রিলে এক দীর্ঘ শুল্ক তালিকা প্রকাশ করে তিনি জানিয়ে দেন, আলোচনায় সমাধান না এলে একতরফাভাবে শুল্ক কার্যকর করা হবে। ৯ জুলাই সেই আল্টিমেটামের মেয়াদ শেষ হলে এখন একে একে বিভিন্ন দেশের উপর শুল্ক বসানো শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
Leave a Reply