জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে তিনি দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনের শুরুতে বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আসিফ মাহমুদকে দলে স্বাগত জানিয়ে বলেন, “আজ থেকে আমি নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন থেকে পালন করবেন আসিফ মাহমুদ।”
এরপর নাহিদ ইসলাম বলেন, “আজ এনসিপির জন্য একটি ঐতিহাসিক দিন। আনুষ্ঠানিকভাবে আসিফ মাহমুদ আমাদের দলে যোগ দিয়েছেন। তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন এবং এবারের নির্বাচনে অংশ নেবেন না। পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন।”
দলে যোগ দিয়ে আসিফ মাহমুদ বলেন, “জুলাই অভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই আমি আজ এনসিপিতে যোগ দিয়েছি। আমি এবারের নির্বাচনে অংশ নিচ্ছি না। আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে জুলাই অভ্যুত্থানের বহু সহযোদ্ধাকে সংসদে পৌঁছাতে অবদান রাখতে পারলে সেটাই আমার কাছে সবচেয়ে বড় সাফল্য।”
Leave a Reply
You must be logged in to post a comment.