জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি আলাদা বিভাগ গঠনের প্রস্তাবে এখন আর কর্মকর্তাদের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রোববার (১৩ জুলাই) সচিবালয়ে ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, অতীতে বিসিএস প্রশাসন ক্যাডার ও রাজস্ব ক্যাডারের মধ্যে সংঘাত ও মতবিরোধ থেকেই সমস্যার সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে সেই অবস্থান বদলেছে। এনবিআরকে ভেঙে রাজস্ব নীতি ও বাস্তবায়ন বিভাগ গঠনের ক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরির কথা ভাবছে সরকার।
ফাওজুল কবির খান বলেন,
“রাজস্ব বিভাগে কেবল ট্যাক্স ও কাস্টমস ক্যাডার থাকবে এমন দাবি যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি প্রশাসন ক্যাডারের প্রভাবও চলবে না। যোগ্যতা ও পেশাগত দক্ষতার ভিত্তিতে ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে।”
তিনি আরও বলেন, এনবিআরের নামটি পরিবর্তন করা হবে।
“এই নাম শুনলে সবাই হাসে, কারণটা সবাই জানে। এনবিআরের কিছু কর্মকর্তার দুর্নীতির দায়ে দুদকের পদক্ষেপ সরকারের চাপে হয়নি। তারা যেন আইনি প্রক্রিয়ায় নিজেদের নির্দোষ প্রমাণ করে।”
প্রস্তাবিত কাঠামোতে সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগের জন্য আলাদা নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান উপদেষ্টা।
এনবিআর কর্মকর্তাদের ধর্মঘট প্রসঙ্গে তিনি সাফ জানান,
“বন্দর ও রাজস্ব আদায়ের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম কখনোই অবরুদ্ধ করে রাখা যাবে না। এনবিআরের কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত দায়িত্বজ্ঞানহীনতা। সরকার ও দেশের অর্থনীতিকে জিম্মি করা চলবে না।”
বিশ্বব্যাংকের প্রতিবেদনের প্রসঙ্গে তিনি বলেন,
“বিশ্বব্যাংকের তথ্য ছয় মাস আগের। তারা মন্দা ও খেলাপির তথ্য দিলেও বাস্তবতা এখন ভিন্ন। দেশের অর্থনীতি এখন ঘুরে দাঁড়াচ্ছে। মুদ্রাস্ফীতি ও ডলারের দাম কমে এসেছে।”
Leave a Reply