1. arshinagargroup75@gmail.com : Rofiqul Islam : Rofiqul Islam
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

এনআর বি ব্যাংকে  সিন্ডিকেট গড়ে  দূর্নীতি,মূলহোতা এমডি মামুন মোহাম্মাদ শাহ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৩৪৮ Time View

স্টাফ রিপোর্টারঃ ২০১৯ সালে এনআরবি ব্যাংক এসএসএল ওয়ারলেসের সহযোগিতায় ‘স্ট্রেট ব্যাংকিং’ নামে কর্পোরেট ব্যাংকিং সেবা চালু করে। ব্যাংকটির বর্তমান ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মামুন মোহাম্মাদ শাহ। মূলত এই কর্মকর্তার মাধ্যমেই এন আরবি ব্যাংকে গড়ে উঠেছে একদল সিন্ডিকেট। যেখানে সেবা নিতে আসা গ্রাহকদের  বিদ্যুৎ বিল ডেসকোর এন আরবি বুথে পরিশোধ করতে আসলে জমা করার পরেও বকেয়া থেকে যায় বিল। যা পরবর্তীতে আবারও নানা হয়রনির মুখে পরিশোধ করতে হয় একই বিল। বিষয়টি গণমাধ্যমের নজরে আসলে অনুসন্ধানে বেড়িয়ে আসে আসল তথ্য । এন আর বি ব্যাংক বাংলাদেশ লিঃ এর প্রধান কার্যিালয়ের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মামুন মোহাম্মাদ শাহের গড়ে তোলা সিন্ডিকেটের  আসল রহস্য বেড়িয়ে আসে। জানা যায় এই অসাধু কর্মকর্তার সাথে দূর্নীতির সাথে জড়িত বেশ কয়েকজন কর্মকর্তা। যা নিয়ে চলতি বছরের জুলাইয়ের ২০ তারিখে ডেসকোতে ধরা পরে ১ কোটি ২০ লক্ষ টাকার দূর্নীতি। এরপর সেই দূর্নীতির অর্থ এমডির নিজস্ব ক্ষমতা বলে ডেসকোতে ফেরত দিলেও এন আরবি ব্যাংকের হিসাব খাতে উল্লেখ্য নেই।এ বিষয়ে ডেসকোর মিরপুর পল্লবী শাখার  প্রকৌশলীকে জিজ্ঞাসা করলে তিনি জানান, এমন ঘটনা আমাদের কাছে ধরা পড়েছে এবং এন আরবি ব্যাংক কর্তৃপক্ষ সেটা পদক্ষেপ নিয়েছেন।কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত গণমাধ্যমের তথ্যচিত্রে উঠে আসে । উল্লেখ্য সিন্ডিকেটের সাথে জড়িত এন আরবি ব্যাংকের কর্মকর্তাগণের বিরুদ্ধে কোন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বরং পল্লবী শাখার এক অভিযুক্ত কর্মকর্তাকে পদন্নোতি দেওয়া হয়েছে।উল্লেখ্য, এন আরবি ব্যাংকের ডেসকোর বুথগুলো বাংলাদেশ ব্যাংকের অডিট অনুযায়ী  জানা যায়, ডেসকোর এন আরবি ব্যাংকের বুথগুলো নিয়ম বর্হিভূত। যা এন আর বি ব্যাংকের ইন্টারনাল অডিটেও বেড়িয়ে এসেছে। সাধারণ জনগণের আমানতের আস্থার প্রতিষ্ঠান ব্যাংকের এমন দূর্নীতির কমৃকান্ডে জড়িওেয় পড়লে সাধারণ গ্রাহক কোথায় যাবে এমনটাই বলছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss