তুরিনের অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে শনিবার (১৩ সেপ্টেম্বর) সিরি আ’র সবচেয়ে বড় থ্রিলার দেখলো ফুটবল বিশ্ব। সাত গোলের দারুণ এক ম্যাচে ইন্টার মিলানকে ৪-৩ গোলে হারিয়েছে জুভেন্টাস।
ম্যাচটিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই ভাই—মার্কাস থুরাম ও খেফরেন থুরাম। বড় ভাই মার্কাস গোল করে ইন্টারকে এগিয়ে দিলেও ছোট ভাই খেফরেন গোল করে জুভেন্টাসকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত যোগ করা সময়ে ভাসিলিজে আদজিচের জয়সূচক গোলেই তিন পয়েন্ট পকেটে পুরে নেয় তুরিনের ওল্ড লেডিরা।
১৪ মিনিটে লয়েড কেলির হাফ ভলিতে এগিয়ে যায় জুভেন্টাস।
৩০ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে সমতায় ফেরান হাকান চলহানোগলু।
৩৮ মিনিটে আবারও লিড নেয় জুভেন্টাস, এবার গোল করেন কেনান ইলদিজ।
বিরতির পর ৬৫ মিনিটে দ্বিতীয় গোল করে ইন্টারকে আবারও সমতায় ফেরান চলহানোগলু।
৭৬ মিনিটে হেডে গোল করে ইন্টারকে এগিয়ে দেন মার্কাস থুরাম।
তবে ৮২ মিনিটে ম্যাচে ফিরিয়ে আনেন তারই ছোট ভাই খেফরেন থুরাম।
যোগ করা সময়ে (৯১ মিনিটে) বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জয়সূচক গোল করেন আদজিচ।
ইন্টার মিলান নিয়েছিল ১৮টি শট, জুভেন্টাস ১২টি।
উভয় দলই লক্ষ্যে রেখেছিল সমান ৪টি করে শট।
তবুও শেষ হাসি হাসলো জুভেন্টাস।
টানা ৩ জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে জুভেন্টাস। অন্যদিকে সমান ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে ইন্টার মিলান।
ফ্রান্সের কিংবদন্তি লিলিয়ান থুরাম একসময় খেলেছেন পারমা ও জুভেন্টাসে। তার দুই ছেলে আজ ইতালির মাঠে আলো ছড়াচ্ছেন। ছোট ছেলে খেফরেন বাবার পথ ধরে জুভেন্টাসে, আর বড় ছেলে মার্কাস খেলছেন ইন্টার মিলানে। এক ম্যাচে দুই ভাইয়ের গোল করার দৃশ্য যেন ফুটবল ইতিহাসেরই এক অনন্য অধ্যায়।
Leave a Reply