ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্টে বিধ্বংসী স্পেল করে ভারতকে সিরিজ সমতায় ফেরান মোহাম্মদ সিরাজ। সেই এক টেস্টের অসাধারণ পারফরম্যান্সই আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন এনে দিয়েছে ভারতীয় ফাস্ট বোলারকে। সোমবার (৮ সেপ্টেম্বর) আইসিসি মাসসেরা তালিকা প্রকাশ করে। সিরাজের সঙ্গে মনোনীত হয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এবং ওয়েস্ট ইন্ডিজের জেডন সিলস।
দ্য ওভালে অনুষ্ঠিত শেষ টেস্টে সিরাজ একাই ইংলিশ ব্যাটিং লাইনআপ ধ্বংস করে দেন। দুই ইনিংসে মিলিয়ে তিনি ৪৬ ওভারে ৯ উইকেট নেন—প্রথম ইনিংসে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট। তার বোলিং নৈপুণ্যে ভারত ২-২ সমতায় সিরিজ শেষ করতে সক্ষম হয়। আইসিসি জানিয়েছে, “আগস্টে মোহাম্মদ সিরাজ মাত্র একটি ম্যাচ খেলেছেন, কিন্তু সেই এক ম্যাচেই তার উজ্জ্বলতা তাকে মনোনয়ন দেওয়ার জন্য যথেষ্ট।”
পুরো সিরিজ জুড়ে সিরাজের পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। তিনি ৫ টেস্টে সর্বোচ্চ ২৩টি উইকেট শিকার করেন এবং বুমরাহর অনুপস্থিতিতে বোলিং আক্রমণের নেতৃত্ব দেন।
অন্যদিকে, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে উজ্জ্বল ছিলেন। দুই টেস্টে ১৬ উইকেট নিয়ে তিনি সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রথম ম্যাচেই ৬/৩৯ ও ৩/৫১ বোলিং ফিগার করে নজর কাড়েন।
ওয়েস্ট ইন্ডিজের জেডন সিলস মনোনীত হয়েছেন পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে অসাধারণ পারফরম্যান্সের কারণে। তিন ম্যাচে তিনি ১০ উইকেট নেন, যার মধ্যে শেষ ম্যাচে ক্যারিয়ার সেরা ৬/১৮ নিয়ে পাকিস্তানকে মাত্র ৯২ রানে গুটিয়ে দেন। এটি ওয়ানডে ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় সেরা বোলিং ফিগার।
Leave a Reply