ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করছে রাজনৈতিক উত্তেজনা ও উচ্ছ্বাস, একইসাথে রয়েছে কড়া নিরাপত্তা।বাগছাস সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল কাদের অভিযোগ করেছেন, ছাত্রদল ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠন আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়েছে। তিনি বলেন, “নির্বাচন কমিশনের পর্যাপ্ত লোকবল দৃশ্যমান নয়, যা আমাদের জন্য উদ্বেগজনক। আশা করি কমিশন বিষয়টি আমলে নেবে।”
ভিপি প্রার্থী আবু বাকের মজুমদার আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষার্থীরা যোগ্য নেতৃত্ব বেছে নেবেন এবং সব প্রার্থী ফলাফল মেনে নেবেন। তিনি জানান, “আনন্দমুখর পরিবেশে ভোট চলছে, প্রতিটি কেন্দ্রে দীর্ঘ লাইন লক্ষ্য করেছি।”
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, “ঢাবি থেকে শুরু হওয়া গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় এবারও শিক্ষার্থীরা বৈষম্যহীন নেতৃত্ব বেছে নেবেন। সব প্রার্থীর উচিত দায়িত্বশীল আচরণ করা।”
ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানভীর বারী হামীম বলেন, ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। “কেমন ফল হবে বলা কঠিন, তবে আমি আশাবাদী ভোটের কাস্টিং ভালো হবে।”ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র ও টিএসসি কেন্দ্রে ছাত্রীদের দীর্ঘ লাইন দেখা গেছে। এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৬৩৯ জন। ডাকসুর ২৮টি পদে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। সহ-সভাপতি পদে প্রার্থী ৪৫ জন এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী ১৯ জন।ভোট গণনায় স্বচ্ছতা আনতে প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন বসিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সরাসরি ভোট গণনা দেখানোর এই উদ্যোগ ডাকসু নির্বাচনের ইতিহাসে নতুন সংযোজন।
প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৩৭ বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০১৯ সালের নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হন সাধারণ ছাত্র অধিকার পরিষদের নুরুল হক নুর।
Leave a Reply