উসাইন বোল্ট দাবি করেছেন, বর্তমান প্রজন্মের কোনো স্প্রিন্টারের পক্ষেই তার রেকর্ড ভাঙা সম্ভব নয়। ১৬ বছর আগে গড়া ১০০ মিটার দৌড়ের বিশ্বরেকর্ড এখনও অক্ষত। জ্যামাইকান কিংবদন্তি জানালেন, আধুনিক কিটস তার সময়ে থাকলে আরও কম সময়ে রেকর্ড গড়তেন তিনি। জ্যামাইকান কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট বিশ্বাস করেন, সমসাময়িক কোনো স্প্রিন্টারের পক্ষেই তার রেকর্ড ভাঙা সম্ভব নয়। তাই বিষয়টি নিয়ে তিনি একেবারেই নিশ্চিন্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে বোল্ট বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর দৌড়ের কিটস যদি তার সময়ে পাওয়া যেত, তাহলে তিনি আরও দ্রুত সময়ে বিশ্বরেকর্ড গড়তে পারতেন।
ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বোল্টের নাম আজও কিংবদন্তি হয়ে আছে। ১৬ বছর আগে ১০০ মিটার স্প্রিন্টে গড়া তার বিশ্বরেকর্ড এখনো অক্ষত। টানা তিন অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে স্বর্ণ জয় করা একমাত্র অ্যাথলেটও তিনি। তাই আত্মবিশ্বাসের সঙ্গেই বললেন, বর্তমান কোনো স্প্রিন্টারের ক্ষমতা নেই তার রেকর্ডে ভাগ বসানোর।
বোল্ট বলেন, “আমি মনে করি না আমার রেকর্ড ভাঙার মতো কোনো স্প্রিন্টার এখন খেলছে। পৃথিবীতে প্রতিভাবান অ্যাথলিট আছে, সময়ের সঙ্গে তারা আরও পরিণত হবে। হয়তো একদিন এটা ভাঙতে পারবে। তবে আমার সময়ে যদি বর্তমান কিটস থাকতো, আমি আরও দ্রুত দৌড়ে রেকর্ড গড়তে পারতাম।”
দীর্ঘ ক্যারিয়ারে মার্কিন স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিন ছিলেন তার বড় প্রতিদ্বন্দ্বী। ২০১৭ সালে লন্ডন ওয়ার্ল্ড অ্যাথলেটিকসে গ্যাটলিনের কাছে হারতে হলেও প্রতিদ্বন্দ্বীর প্রতি আলাদা সম্মান রয়েছে তার। তবে নিজেকে সবসময়ই অন্যদের থেকে আলাদা ভাবেন এই কিংবদন্তি।
এছাড়া সম্প্রতি আলোচনায় আসা অস্ট্রেলিয়ান স্প্রিন্টার গাউটের প্রতিভা নিয়েও আশাবাদী বোল্ট। তবে নিজের সন্তানদের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামার ব্যাপারে এখনই তেমন প্রত্যাশা রাখছেন না।
Leave a Reply