জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরে উপদেষ্টা মাহফুজ আলমকে অপদস্থ করা এবং তাকে হত্যার জন্য মৌন সম্মতি তৈরি করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই মন্তব্য করেন তিনি।
নাহিদ বলেন, লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা হয়েছে এবং এর আগেও আমেরিকায় তাকে অপদস্থ করার চেষ্টা ছিল। তিনি অভিযোগ করেন, বাংলাদেশে আওয়ামী ‘ফ্যাসিস্ট’রা বারবার মাহফুজকে টার্গেট করছে; পরবর্তী পর্যায়ে আরও অনেকে টার্গেট হবেন। নাহিদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টারা মাহফুজকে রক্ষা কিংবা স্পষ্ট সমর্থন দিতে ব্যর্থ—সরকার থেকে কোনো শক্ত পদক্ষেপ বা সংরক্ষক মন্তব্য দেখা যায়নি।
তিনি আরও বলেন, মাহফুজ গণঅভ্যুত্থানের পর অন্তর্ভুক্তি, দায়-দরদ ও ন্যায়বিচার নিয়ে কথা বলায় বিবিধ গোষ্ঠী প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধী রাজনীতি শুরু করেছে, যা শেষ পর্যন্ত ফ্যাসিবাদকে পুনরুজ্জীবিত করতে পারে। নাহিদ সতর্ক করে বলেছেন, যারা মাহফুজের বিরুদ্ধে এই মৌন সম্মতি তৈরি করছে, তারা ভবিষ্যতে সে জবাব দেবে; রাজনৈতিক তরে কঠোর প্রতিক্রিয়া আসতে পারে যদি অভিযোগ প্রমাণিত হয়।
Leave a Reply