উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন। কাতার সরকারের সরবরাহ করা একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বিষয়টি যমুনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে নিশ্চিত করেন খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী।
বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ সংকটজনক। দীর্ঘদিন ধরে তিনি—
আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুসের সমস্যা, চোখের রোগসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংকটজনক হলেও তিনি এখনও চিকিৎসা গ্রহণ করতে পারছেন।
খালেদা জিয়ার চিকিৎসার জন্য ইতোমধ্যে যুক্তরাজ্য ও চীন থেকে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসেছেন। তারা তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।
গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করা হয়। এরপর ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
Leave a Reply
You must be logged in to post a comment.