ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, উচ্চ শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি মানুষের নৈতিকতা, মূল্যবোধ ও চারিত্রিক দৃঢ়তা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, একটি দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অনেকাংশেই নির্ভর করে তার উচ্চশিক্ষা ব্যবস্থার ওপর।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে কুরআনিক সায়েন্সেস ও ইসলামিক স্টাডিজ বিভাগ এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন,
“শিক্ষার মাধ্যমে সহিষ্ণুতা, মানবিকতা, সততা ও মূল্যবোধ বিকশিত হয়। এজন্য শিক্ষিত ব্যক্তি শুধু দক্ষ নাগরিকই নন, একজন সৎ ও নীতিবান মানুষ হিসেবেও সমাজে প্রতিষ্ঠিত হতে পারে।”
তিনি আরও বলেন,
“উচ্চ শিক্ষা মানুষের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করে, চিন্তাশক্তি বাড়ায় এবং আত্মবিশ্বাসী করে তোলে। এর মাধ্যমে নেতৃত্বগুণ বিকশিত হয় ও উন্নতির পথে এগিয়ে যাওয়া সম্ভব হয়। পাশাপাশি উচ্চ শিক্ষা ভালো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং ব্যক্তির অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে।”
ড. খালিদ জোর দিয়ে বলেন,
“প্রযুক্তি, বিজ্ঞান ও গবেষণার বিকাশ উচ্চশিক্ষার মাধ্যমেই সম্ভব। এর ফলে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়, দক্ষ মানবসম্পদ তৈরি হয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশ এগিয়ে যায়। পাশাপাশি শিক্ষা ও গবেষণা নীতি প্রণয়ন ও বাস্তবায়নে মুখ্য ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে প্রফেসর আবু বকর রফিক, ড. মাহবুবুর রহমান, প্রফেসর গিয়াসউদ্দিন হাফিজ, ড. শফিকুর রহমান, প্রফেসর আহসান উল্লাহ, মুহাম্মদ শাহজাহান, ড. রশিদ জাহেদ ও ড. আলী হোসাইনসহ অনেকে বক্তব্য দেন।
Leave a Reply