রাজনৈতিক কাঠামোয় পরিবর্তন নিয়ে উচ্চকক্ষ গঠনের প্রস্তাবে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির পক্ষেই মত দিয়েছে জামায়াতে ইসলামী।
সোমবার (১৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, “আজকের আলোচনায় দুটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। একটি হচ্ছে উচ্চকক্ষ গঠন, অন্যটি নারী আসন বৃদ্ধি। আমরা উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষে স্পষ্ট অবস্থান জানিয়েছি।”
নারী প্রতিনিধিত্ব বাড়ানো প্রসঙ্গে জামায়াত নেতা জানান, “নারী আসন ১০০-তে উন্নীত করার প্রস্তাব আমরা সমর্থন করেছি। তবে আমরা মনে করি, তা বাস্তবায়নের জন্য প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিই সবচেয়ে কার্যকর।”
বৈঠকে ঐকমত্য কমিশন নতুন একটি প্রস্তাবও তোলে—৬৪ জেলা ও ১২ মহানগর নিয়ে উচ্চকক্ষ গঠনের। তবে তা নিয়ে বিরক্তি প্রকাশ করে তাহের বলেন, “আলোচনার মাঝপথে হঠাৎ করে এমন প্রস্তাব আনা বিভ্রান্তিকর। এটি আলোচনার উপযোগী নয়।”
Leave a Reply