২০১৭ সালের পর প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। গ্র্যান্ড স্লামের ইতিহাসে সবচেয়ে বেশি পুরুষ একক শিরোপাজয়ীর তালিকায় থাকা এই কিংবদন্তি এবার বিদায় নিয়েছেন সেমিফাইনাল থেকেই। তরুণ ইতালিয়ান তারকা ইয়ানিক সিনারের কাছে ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে পরাজিত হন ৩৮ বছর বয়সী জকোভিচ। ২৩ বছর বয়সী বর্তমান নাম্বার ওয়ান সিনারের সামনে জকোভিচ পুরোপুরি ছায়ামাত্র ছিলেন। এর মাধ্যমে শেষ হলো জকোভিচের টানা ছয়বার উইম্বলডন ফাইনালে খেলার যাত্রা।
তবে বিদায়বেলায় ক্যারিয়ার শেষের ঘোষণা দেননি জকোভিচ। বরং উইম্বলডনে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আশা করি এটি সেন্টার কোর্টে আমার শেষ ম্যাচ নয়। আমি অবশ্যই ফিরতে চাই এবং আবার প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।”
তীব্র গরমে (৩০ ডিগ্রি সেলসিয়াস) খেলার কঠিন পরিস্থিতির মধ্যেও সিনার দুর্দান্ত খেলেন, অন্যদিকে পুরোপুরি ফিট না থাকা জকোভিচ বারবার হোঁচট খান। এই নিয়ে টানা দ্বিতীয়বার কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে সিনারের কাছে হেরে গেলেন তিনি। গত মাসে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালেও ক্লে কোর্টে সিনারের বিপক্ষে হারের পর ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছিলেন জকোভিচ।
অন্যদিকে আরেক সেমিফাইনালে টানটান উত্তেজনার ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজকে ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৮/৬) গেমে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো উইম্বলডনের ফাইনালে উঠেছেন। ম্যাচটি চলে ২ ঘণ্টা ৪৯ মিনিট। এবার ফাইনালে মুখোমুখি হবেন তরুণ প্রতিভা সিনার এবং গতবারের চ্যাম্পিয়ন আলকারাজ — যেখানে সিনারের জন্য এটি প্রথম উইম্বলডন ফাইনাল।
Leave a Reply