আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীসেবায় ভরসা রাখতে প্রস্তুত হচ্ছে অতিরিক্ত ট্রেন কোচ। সেই লক্ষ্যে দেশের অন্যতম রেলওয়ে কারখানা নীলফামারীর সৈয়দপুর রেল কারখানায় এখন ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা-কর্মচারীরা। ঈদের বিশেষ ট্রেন চালুর জন্য নির্ধারিত সময়ের আগেই ১০০টি কোচ মেরামতের লক্ষ্য নিয়ে পুরোদমে চলছে কাজ।
সাধারণত প্রতি মাসে সৈয়দপুর কারখানায় গড়ে ৩২টি কোচ মেরামত হয়। তবে ঈদ এলে এই চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। কারণ, নিয়মিত ট্রেনের পাশাপাশি চালু হয় ঈদ স্পেশাল ট্রেন, যেগুলোর জন্য প্রয়োজন পড়ে অতিরিক্ত প্রস্তুত কোচ। তাই এবার ৪৫ কর্মদিবসে ১০০টি কোচ মেরামতের টার্গেট নিয়েছে রেল কর্তৃপক্ষ।
সময়ের চেয়ে আগে ডেলিভারির চ্যালেঞ্জ কারখানার ২৯টি শপ–এর শ্রমিকরা ইতিমধ্যে সময়ের চেয়ে বেশি কাজ করছেন, দিনে দিনে গতি বাড়ছে কর্মযজ্ঞে। কেউ কেউ প্রতিদিন ৪-৫টি কোচ মেরামতের তথ্য দিয়েছেন। সবার চোখ এখন একটি লক্ষ্যেই—ঈদের আগে নির্ধারিত কোচগুলো সময়মতো হস্তান্তর।
লোকবল কম, প্রতিশ্রুতি অটুট লোকবল সংকট থাকা সত্ত্বেও থেমে নেই রেলওয়ের এই প্রস্তুতি। কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফী নুর মোহাম্মদ বলেন,
“কর্মীরা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছেন। ঈদের আগেই ১০০ কোচ প্রস্তুত করে রেলের বহরে যুক্ত করার চেষ্টা করছি। আমরা আশাবাদী, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হবে।”
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে ৬০টি কোচের মেরামত সম্পন্ন হয়েছে। বাকি কোচগুলো নিয়েও কাজ চলছে টানা, যাতে ঈদে ট্রেন চলাচলে কোনো প্রতিবন্ধকতা না হয়।
বাংলাদেশের রেল ব্যবস্থায় ঈদের সময় যাত্রীচাপ বহুগুণে বেড়ে যায়। এমন বাস্তবতায় সৈয়দপুর রেল কারখানার এ উদ্যোগ নিঃসন্দেহে যাত্রীসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply