ইসলামী ব্যাংকগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে তদারকি ও আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর । তিনি বলেছেন, বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের ব্যাপক সম্ভাবনা থাকলেও এই খাতকে টেকসই করতে পুনর্গঠন জরুরি।
শনিবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ইসলামিক ফাইন্যান্স কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন গভর্নর।
ড. আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশ ব্যাংকের অন্যতম প্রধান দায়িত্ব হলো আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা। অতীতে এ ক্ষেত্রে কিছু ব্যর্থতা থাকলেও বর্তমান কর্তৃপক্ষ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি জানান, ইসলামী ব্যাংকগুলোর ওপর আমানতকারীদের আস্থা ধীরে ধীরে ফিরে আসছে।
গভর্নর আরও বলেন, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে একটি বড় ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আমানতকারীরাও ধাপে ধাপে ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তারল্য ব্যবস্থাপনার প্রসঙ্গে গভর্নর বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার জন্য একটি কার্যকর ইসলামী বন্ড বা সুকক মার্কেট অত্যন্ত প্রয়োজন। তবে এখনো এই খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। বেসরকারি খাতে যেসব সুকক বন্ড চালু হয়েছে, সেগুলোর পরিসর খুবই সীমিত।
তিনি বেক্সিমকোর সুকক বন্ডের সমালোচনা করে বলেন, এটি বাজারের স্বাভাবিক বিকাশে সহায়ক হয়নি; বরং চাপিয়ে দেওয়া হয়েছে, যা সুকক বাজারের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে।
গভর্নর আশাবাদ ব্যক্ত করেন, নতুন আইন ও নীতিগত সংস্কারের মাধ্যমে ইসলামী ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরবে এবং আমানতকারীদের আস্থা আরও শক্তিশালী হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.