হামাস আরও চার ইসরায়েলি বন্দির মরদেহ আন্তর্জাতিক রেডক্রসের কাছে হস্তান্তর করেছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট আটজন মৃত বন্দির মরদেহ ফেরত দিয়েছে সংগঠনটি।
অন্যদিকে, ইসরায়েল জানিয়েছে যে তারা গাজায় প্রবেশ করা ত্রাণ ট্রাকের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনবে এবং রাফাহ ক্রসিং খোলার সিদ্ধান্ত বিলম্বিত করবে— কারণ হিসেবে তারা মৃত বন্দিদের ধীরগতিতে ফেরত দেওয়াকে দায়ী করছে। বর্তমানে গাজায় এখনও প্রায় ২০টি মরদেহ রয়েছে বলে জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে নিরস্ত্র হওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেছেন, “যদি তারা নিরস্ত্র না হয়, আমরা তাদের নিরস্ত্র করব— এবং সেটা হবে দ্রুত ও সম্ভবত সহিংসভাবে।”
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গাজা অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত অন্তত ৬৭,৯১৩ ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,১৩৪ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণে ইসরায়েলে নিহত হন ১,১৩৯ জন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়।