বিশ্বব্যাপী মুক্তি পেলেও লেবাননের পর্দায় দেখা যাবে না হলিউড সিনেমা স্নো হোয়াইট। ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদতকে অভিনয়ে রাখায় চলচ্চিত্রটি দেশটিতে নিষিদ্ধ ঘোষণা করেছে লেবানন সরকার।
লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার সম্প্রতি সরাসরি এই নিষেধাজ্ঞার নির্দেশ দেন। দেশটির চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষণ কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সংস্থা গ্যাল গ্যাদতের অংশগ্রহণকে “জাতীয় নীতির সঙ্গে সাংঘর্ষিক” বলে উল্লেখ করেছে।
গ্যাল গ্যাদত ইসরায়েলের সাবেক সেনা সদস্য এবং বরাবরই দেশটির নীতির পক্ষে সোচ্চার। এ কারণেই লেবাননে দীর্ঘদিন ধরেই তিনি ‘বয়কট তালিকাভুক্ত’। এর আগে তার অভিনীত কোনো সিনেমাই দেশটিতে প্রদর্শিত হয়নি।
বিশ্লেষকদের মতে, চলমান গাজা সংকট এবং ইসরায়েলের সামরিক অভিযানকে ঘিরে আন্তর্জাতিক সমালোচনার প্রেক্ষাপটে লেবাননের এই সিদ্ধান্ত একটি রাজনৈতিক বার্তা বহন করে।
Leave a Reply